ক্রিসমাসের সন্ধ্যায় ঘরে ফিরে কমান্ডার গ্রেসন পিয়ার্স দেখল: বাড়িঘরের অবস্থা লণ্ডভণ্ড! গর্ভবতী প্রেমিকা শেইচান নিখোঁজ, রান্নাঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে প্রিয় বন্ধুর স্ত্রী এবং সিগমা ফোর্সের সেকেন্ড-ইন-কমান্ড, ক্যাট ব্রায়ান্ট। কী হয়েছে তা জানার একমাত্র উপায় সে-ই।
কিন্তু কীভাবে জানাবে ক্যাট?
অবশেষে গবেষকদের অক্লান্ত চেষ্টায় খোলা হলো অজ্ঞান ক্যাটের মস্তিষ্কের তালা। কিন্তু শর্ত আছে…প্রশ্ন করা যাবে মাত্র হাতেগোনা কয়েকটা।
সেই প্রশ্নগুলোর উত্তর সিগমা ফোর্সকে ঠেলে দিল পঞ্চদশ শতকের স্প্যানিশ ইনকুইজিশনের শতাব্দী পুরনো কিংবদন্তির মুখে। মানব ইতিহাসের কুখ্যাততম মধ্যযুগীয় লিপি ‘হ্যামার অভ উইচেস’-এর গোলকধাঁধা ঘেঁটে বের করতে হবে এমন কিছু সত্যি, যা প্রতিষ্ঠিত বর্তমানকেও দাঁড় করাবে সন্দেহের সামনে।
এবং সবশেষে হাজির হবে কালজয়ী এক প্রশ্ন, ‘আত্মা কী?’
অপরদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতের কালজয়ী আবিষ্কার দখলে নিতে মরিয়া একের-পর-এক সংগঠন। পরিবারের সদস্যদের বাঁচাতে চাইলে গ্রে আর মঙ্ককেও শামিল হতে হবে ইঁদুর-দৌড়ে।
সফল হতে পারবে তো সিগমা ফোর্স?
NOTE: The publisher in your country has not provided Download and Preview Content.
FAQ
Media
-
Crucible Trailer