বাইবেলে বর্ণিত মহামারীগুলোর ঘটনা কি সত্যি?
যদি তাই হয়, তাহলে আবার কি দেখা দিতে পারে তাদের প্রাদুর্ভাব? বিশ্বব্যাপী?
সুদানের মরুভূমিতে উধাও হবার দুই বছর পর, আচমকা উদয় হলেন ব্রিটিশ প্রফেসর হেনরি ম্যাককেব। প্রায় উন্মত্ত ভদ্রলোকের ফিসফিস করে বলা গল্প কোন সভ্য কানে পৌঁছাবার আগেই মারা গেলেন বেচারা। ময়নাতদন্তে দেখা গেল অদ্ভুত এক ব্যাপার। প্রফেসরকে কেউ মমি বানাতে শুরু করেছে…
…জীবন্ত অবস্থাতেই!
আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য লন্ডনে নিয়ে আসা হলো তার দেহ। ঠিক তখনই মিশর থেকে জানা গেল গা শিউরানো এক সংবাদ। যে চিকিৎসক-দলটা প্রফেসরের ময়নাতদন্ত করেছিল, তারা অজানা রোগে আক্রান্ত হয়েছে! আর সেই রোগটা অপ্রতিরোধ্য গতিতে বিস্তার হচ্ছে কায়রো জুড়ে।
বিপদের আশঙ্কায় প্রফেসরের এক সহকর্মী যোগাযোগ করল তার অনেক দিনের বন্ধু, পেইন্টার ক্রোর সাথে। জানা গেল, বাইবেলে বর্ণিত সেই দশটি মহামারীর সত্যতা প্রমাণের জন্য মরুভূমিতে পা রেখেছিলেন প্রফেসর। মহামারীর প্রকোপ বাড়ার সাথে সাথে একটাই প্রশ্ন জাগল সবার মনে… …আবারও কি পৃথিবী দেখা পেতে যাচ্ছে ওই মহামারীগুলোর?
NOTE: The publisher in your country has not provided Download and Preview Content.
FAQ
Media
-
The Seventh Plague Book Trailer
-
The Seventh Plague INTERVIEW