দ্য টাইটান প্রজেক্ট—অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত এই আন্তর্জাতিক গবেষণা স্টেশন আবিষ্কার করে বসল মৃতপ্রায় এক সাগরে, অদ্ভুত প্রাণবৈচিত্রময় অঞ্চল। সেখানকার প্রবালগুলো বর্তমান সব বৈজ্ঞানিক ধারণাকে বুড়ো আঙুল দেখালেও, বহন করছে অভাবনীয় এক ভবিষ্যতের প্রতিশ্রুতি।
কিন্তু ঘটনাপ্রবাহে ওই এলাকার একটা সামরিক সাবমেরিন নষ্ট হলে শুরু হয় নৃশংস আক্রমণ। ফলশ্রুতিতে দেখা যায় ভূতাত্ত্বিক বিপর্যয়, যা পুরো অঞ্চলটাকেই অস্থিতিশীল করে তোলে।
প্রচণ্ড ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর মারাত্মক সুনামি সাক্ষ্য দিচ্ছে—আরও বড়ো বিপর্যয় আসন্ন.. কেননা সাগরের বেশ কয়েক মাইল নিচ থেকে মাথাচাড়া দিতে চাইছে এমন একটা কিছু, যা আত্মগোপন করে ছিল বিগত একটা সহস্রাব্দ ধরে।
ভয়ানক এক ভবিষ্যত থেকে নিজেদেরকে রক্ষা করতে চাইলে গ্রে পিয়ার্স আর সিগমা ফোর্সকে এমন এক চাবি খুঁজে বের করতে হবে, যা সমাহিত আছে অতীতে… লুকানো আছে অ্যাবোরিজিনাল পুরাণের গহিনে।
তবে সিগমা যা উন্মোচিত করবে তা আরও বেশি ভীতিকর—এমন কিছু একটা যা হয়তো মানবতার ভিত্তিকেই নাড়িয়ে দেবে।
NOTE: The publisher in your country has not provided Download and Preview Content.
FAQ
Media
-
Tides of Fire Book Trailer