শুরুটা হলো…আফ্রিকায়।
কঙ্গোর ছোট্ট একটা গ্রামে, জাতিসংঘের পাঠানো একটা দল আবিষ্কার করে বসল অসম্ভব রকমে বিপজ্জনক একটা ব্যাপার। অজানা এক শক্তি ছেলেখেলা করছে বিবর্তন নিয়ে। নারী, পুরুষ, শিশু—একে-একে সবাই পরিণত হচ্ছে প্রাণহীন মূর্তিতে। তাদের চারপাশের প্রকৃতি—গাছপালা আর পশুপাখি—চোখের পলকে হয়ে উঠেছে আরও ধূর্ত, আরও হিংস্র। তারা বিবর্তিত হচ্ছে চোখ ধাঁধানো গতিতে। শুধু কঙ্গো নয়, পুরো আফ্রিকাতেই আচম্বিতে ছড়িয়ে পড়ছে এই রূপান্তর; হুমকি দিচ্ছে বৈশ্বিক তাণ্ডবের।
কিন্তু এর পেছনে কারণটা কি প্রাকৃতিক? নাকি অন্য কেউ নাড়ছে কলকাঠি?
কেন এই আচানক নৃশংসতা?
এদিকে কমান্ডার গ্রে পিয়ার্স এবং তার দল, সিগমা ফোর্স, অভাবনীয় সব কিছুর জন্যই প্রস্তুত। নিজেকে চড়া মূল্য দিতে হলেও, পৃথিবীকে তারা রক্ষা করে এসেছে এতদিন। কিন্তু এই বুদ্ধিমান, বিজ্ঞানী-কাম যোদ্ধারাও এই হুমকির আগা-মাথা কিছুই বুঝতে পারছে না…তাই তারা এটাও জানে না—কীভাবে রুখতে হবে আগ্রাসনকে। ওয়াশিংটন ডি.সি. থেকে শুরু করে তারা ছুটে গেল আফ্রিকার ঘন জঙ্গলে—জবাব খোঁজার মানসে।
কিন্তু আবিষ্কার করল, শিকারি হয়ে গেলেও কখন যেন নিজেই বনে গেছে শিকার!
প্রকৃতি-মাতা কি তাহলে—রক্তিম দাঁত আর রক্তাক্ত নখরের সাহায্যে—মানবজাতির ধ্বংস রচনায় মন দিয়েছে?
NOTE: The publisher in your country has not provided Download and Preview Content.
FAQ
Media
-
Kingdom of Bones Book Trailer