প্রিন্সটন ইউনিভার্সিটিতে বায়োহ্যাজার্ড ল্যাবে মারা গেলেন নামকরা এক জিন গবেষক।
রোমে এক ভ্যাটিকান প্রত্নতত্ত্ববিদের মৃতদেহ পাওয়া গেল সেন্ট পিটার্স ব্যাসিলিকায়।
অন্যদিকে, আফ্রিকার রেডক্রস ক্যাম্পে নৃশংসভাবে খুন হলো এক ইউএস সিনেটরের ছেলে।
অদ্ভুত মিল পাওয়া গেল এই খুন তিনটার মধ্যে। সবগুলো মৃতদেহের গায়ে বসিয়ে দেয়া হয়েছে ড্রুইডিক প্যাগান ক্রস চিহ্ন!
খুনগুলোর তদন্ত করতে গিয়ে গ্রেসন পিয়ার্স আর তার সিগমা টিম ছুটল যেন সময়ের বিপরীতে, কয়েকশো বছর আগে ঘটে যাওয়া এক ভয়াবহ অপরাধের সামনে—যেটা বদলে দিতে পারত মানবজাতির ইতিহাস।
আর সেই ইতিহাসেরও ইতিহাস লুকিয়ে আছে মধ্যযুগীয় এক দুর্বোধ্য কোডের আড়ালে।
সাবেক প্রেমিকা আর নতুন সহকর্মী—দুই নারীকে নিয়ে সাথে নিয়ে গ্রে নেমে পড়ল সত্য উন্মোচনের বিপজ্জনক বিপজ্জনক খেলায়।
কিন্তু বিজয়ের মূল্য যে অনেক চড়া! অনাগত ভবিষ্যতের বিপদ সামাল দিতে দুজনের যেকোনো একজনকে উৎসর্গ করতে হবে তাকে।
কার বলিদান দেবে গ্রে?
NOTE: The publisher in your country has not provided Download and Preview Content.
FAQ
Media
-
The Doomsday Key Cover Story
-
The Idea for The Doomsday Key